গানে গানে সচেতনতা মূলক প্রচারণা এসএমপি মোগলাবাজর থানার

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

গানে গানে সচেতনতা মূলক প্রচারণা এসএমপি মোগলাবাজর থানার

নিউ সিলেট রিপোর্ট : “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণঘাতী করেনা ভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে প্রথম সিলেট মেট্রোপলিটন মোগলাবাজার থানার উদ্যোগে গানে গানে সচেতনতা মুলক প্রচারণা চালানো হয়েছে।মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে গানে অংশ গ্রহণ করেন, থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন এবং দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: মাহবুবুর রহমান। এছাড়াও মোগলাবাজার থানার সকল অফিসার ফোর্সগন গানে অংশ গ্রহণ করেন।
এবিষয়ে মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে সচেতন করতে ও তাদের ঘরে রাখতে আমাদের এই উদ্যোগ।
এবিষয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া (বিপিএম) স্যারের নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে’র দিক নির্দেশনায় আমার থানার সদস্যরা এই মহামারিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রাণঘাতী করোনা যে কত বড় ভয়ানক, তা জনসাধারণকে সচেতন করতে আমাদের এই উদ্যোগ।

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন-



This post has been seen 1199 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১