মানিকগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে বাধা, পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

মানিকগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে বাধা, পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০

নিউ সিলেট ডেস্ক : মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ২ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিএনপির ৩ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, সংঘর্ষে ঘটনায় তিনিসহ আরও একজন পুলিশ আহত হয়েছেন।
তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুমতি ছাড়া মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ টিআর শেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। তবে, বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঠেকাতে সকাল থেকেই লাঠিসোটা নিয়ে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা বিভিন্ন গাড়ি তল্লাশী করে সাধারণ মানুষকে মারধর করেছে বলে জানা গেছে।



This post has been seen 134 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১