শেষ হলো রাজশাহীর তিন দিনের ইজতেমা

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

শেষ হলো রাজশাহীর তিন দিনের ইজতেমা

নিউ সিলেট ডেস্ক::::::  রাজশাহীর হযরত শাহ মখদুম (র:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাবলিগ জামায়াতের তিন দিনের আঞ্চলিক ইজতেমা শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।
শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এছাড়া ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টিকারীদের ওই পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসার জন্য আহ্বান জানানো হয়।
দোয়া পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদ থেকে আসা তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ।
এর আগে ফজরের পর থেকে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা রবিউল হক ও মাওলানা আবদুল মতিন মুসল্লিদের উদ্দেশে কোরআন ও হাদিস থেকে বয়ান করেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে রাজশাহী মহানগরী ছাড়াও দূর-দূরান্ত থেকে সকাল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। বেলা ১১টার আগেই ইজতেমা ময়দান ছাড়িয়ে এর আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইজতেমা ময়দানের সংযুক্ত সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়।
গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে রাজশাহী আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। মাগরিবের নামাজের পর থেকে চলে মূল বয়ান।
ইজতেমায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ২০০টি তাবলিগ জামায়ত অংশগ্রহণ করে



This post has been seen 1798 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১